মুখ্যমন্ত্রী নির্বাচনে হিমাচল প্রদেশের কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করতে গিয়ে শিমলায় বিক্ষোভের মুখে পড়েছেন এআইসিসির পর্যবেক্ষক-ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা ও রাজ্যসভার সাংসদ রাজীব শুক্ল।
শুক্রবার সন্ধ্যায় হিমাচল প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনের অদূরে ভূপেশ বাঘেল – ভূপেন্দ্র সিং হুডাদের গাড়ি ঘিরে কংগ্রেসের নেতা-কর্মীদের যে অংশ বিক্ষোভ দেখিয়েছেন, স্লোগান তুলেছেন, তাঁরা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিংয়ের সমর্থক। মান্ডির সাংসদ প্রতিভা সিং মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার।এছাড়াও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রচার কমিটির চেয়ারম্যান সুখবিন্দর সিং সুখু এবং বিদায়ী বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রীও রয়েছেন মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে।রয়েছেন প্রদেশ কংগ্রেসের আরও আর এক প্রভাবশালী প্রাক্তন সভাপতি কুলদীপ রাঠৌরও। সূত্রের খবর, শুক্রবারে বিধায়কদের বৈঠকে পরিষদীয় নেতা নির্বাচনের সম্ভবনা কম। বরং মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে।