হিমাচল প্রদেশের ৩৭ বছরের রেওয়াজ-এর ইতিহাস হারিয়ে দিয়েছে কেরলকে।১৯৮৫ সাল থেকে কংগ্রেস এবং বিজেপি এক নির্বাচন অন্তর সরকার গড়েছে হিমাচলে।
সেই হিসাবে ২০১৭ সালে বিজেপির হিমাচল জয়ের পর ২০২২ সালে কংগ্রেসেরই জেতার কথা ছিল হিমাচলে। দেখা গেল সেই নিয়মই বজায় থাকল। হিমাচলবাসী রীতি মেনেই সরকার গড়ার অধিকার বিজেপির হাত থেকে নিয়ে তুলে দিয়েছে কংগ্রেসকে।রাজনীতিবিদরা দক্ষিণের রাজ্য কেরলের সঙ্গে তুলনা টেনে বলছেন, এইভাবে দুই রাজনৈতিক দলের মধ্যে সরকার গড়ার সমান অধিকার বন্টনের নজির ছিল কেরলেরও। ১৯৮৭ সাল থেকে কংগ্রেস আর বামফ্রন্টের মধ্যে এই সামঞ্জস্য বিধান করে এসেছে কেরল। কিন্তু সেই ধারা ২০২১ সালের পর থমকে যায় হঠাৎই। বৃহস্পতিবার হিমাচলে কিন্তু তা হল না। হিমাচল দেখিয়ে দিয়েছে, তারা কেরল নয়। রেওয়াজ যখন তৈরি হয়েছে, তখন তা মেনেই ছাড়বে তারা।