!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskহীরামাণ্ডি’র শরমিনকে তুমুল কটাক্ষ 

    হীরামাণ্ডি’র শরমিনকে তুমুল কটাক্ষ 

    Published on

    সাম্প্রতিক খবর

    সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ হীরামাণ্ডি দর্শকের দরবারে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সিরিজের জন্য সবচেয়ে বেশি ট্রোলের মুখে পড়তে হয়েছে পরিচালকের ভাগ্নী শরমিন সেহগলকে।

    আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শরমিন।ভাবলেশহীন অভিব্যক্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে কটাক্ষ করে এবার ভিডিও তৈরি করেছেন জন লিভারের মেয়ে জেমি।সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জেমির ভিডিও।যেখানে শরমিনের মতো মুখের অঙ্গভঙ্গি করে নানা সংলাপ বলছেন তিনি।জেমির এই ভিডিওতেই অনেকে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন।একজন লিখেছেন, কীভাবে ঠোঁটের ভঙ্গি একইরকম করলেন! একজন আবার লিখেছেন,এতটাও ভালো হওয়ার প্রয়োজন ছিল না।জেমির নকল করার দক্ষতার প্রশংসাও করেছেন অনেকে।হীরামাণ্ডি’র মুক্তির পর থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়ে চলেছেন শরমিন।আলমজেব-এর মতো এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কেন এহেন ভাবলেশহীন অভিনেত্রী শরমিন সেহগলকে কাস্ট করা হয়েছে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার জেমির ভিডিও সোশাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠেছে। শোনা যাচ্ছে, নিন্দুকদের জেরেই নাকি শরমিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন লক করে দিয়েছেন।

    Your ad here

    আরো খবর