তেহরানের পর এবার ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সমর্থনপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা। সংগঠনটির তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, উত্তর ইজরায়েলের আইন জেইতিম সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েলও। ইজরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, লেবাননের যে জায়গা থেকে রকেট হামলা চালানো হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে প্রত্যাঘাত করা হয়েছে। তবে হামলা এবং পাল্টা হামলা দু’টি ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েক দিন আগে দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইজরায়েলের অনুপ্রবেশের জবাব দিতেই সোমবার গভীর রাতে হামলা চালিয়েছে হিজবুল্লা। লেবাননের সরকারি সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে প্রায় ৩৫টি রকেট ছোড়া হয়েছে। উল্লেখ্য, ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়।