Wednesday, September 27, 2023
Top Newsশাহের সফরের মধ্যে উত্তপ্ত মণিপুর   

শাহের সফরের মধ্যে উত্তপ্ত মণিপুর   

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মধ্যে ফের উত্তপ্ত মণিপুর।রাজ্যে সংঘর্ষের ফলে পুলিশ কর্মী-সহ প্রাণ হারিয়েছেন ৫ জন।
আহতের সংখ্যা অন্তত ১২। এদিকে, সোমবারই ৪ দিনের সফরে মণিপুরে গিয়েছেন অমিত শাহ। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। এরমধ্যেই সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, রীতিমতো পরিকল্পনা করে মণিপুরে একের পর এক গ্রামে হামলা চালানো হচ্ছে। হামলার ক্ষেত্রে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে দুষ্কৃতীরা।তবে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, ইম্ফল উপত্যকার আশপাশে দু’দিন আগে থেকেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে রয়েছে। সাধারণ জনগণের উপর হামলা করছেন জঙ্গিরা। মণিপুরের এই সংঘর্ষের মাধ্যমে পরিকল্পিত ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, জঙ্গি হামলা রুখতে কড়া নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে।সেনা এবং অন্যান্য প্রতিরক্ষা বাহিনী সব সময় পাহারায় রয়েছে। গত ২৫ দিন ধরে সেখানে ইন্টারনেট পরিষেবা নেই।

More News

সংরক্ষণ নিয়ে কাশ্মীরে সতর্ক শাহ

0
সংরক্ষণের সিদ্ধান্তকে ঘিরে মণিপুরের মতো জম্মু-কাশ্মীরের পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় তা নিয়ে সতর্ক কেন্দ্রীয়...

 এক ভোট : দল – সাংসদের মতামত জানবে কমিটি

0
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ, এক ভোট নিয়ে প্রথম বৈঠক সম্পন্ন হয়েছে দিল্লিতে।...

ডেঙ্গিতে জোড়া মৃত্যু রাজ্যে,  পুজোয় পুর স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল 

0
একইদিনে রাজ্যে জোড়া ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বেলেঘাটার আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে ভাঙড়ের বাসিন্দা মনোয়ারা বিবির...