!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

28.2 C
Kolkata
28.2 C
Kolkata
More
    HomeEntertainmentটম ক্রুজের সঙ্গে ‘ড্রাগন রানি’ এমা

    টম ক্রুজের সঙ্গে ‘ড্রাগন রানি’ এমা

    Published on

    সাম্প্রতিক খবর

    হাউজ অব দ্য ড্রাগনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী এমা ডি’আর্সি। দর্শকপ্রিয় সিরিজটির তৃতীয় সিজনের অপেক্ষায় ফ্যানরা। তবে এরইমধ্যে আরেক সুখবর দিলেন এমা। এবার সুপারস্টার টম ক্রুজের সঙ্গে একফ্রেমে দেখা যাবে এ অভিনেত্রীকে।

    অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর আসন্ন চলচ্চিত্রে দেখা যাবে এমা ও টম ক্রুজকে। যার শুটিং চলছে ব্রিটেনের পাইউড স্টুডিওসে।টমের সঙ্গে অভিনয়ের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন-কে নিশ্চিত করেছেন এমা। তিনি বলেছেন, আলেহান্দ্রো এবং টমের মতো অসাধারণ ও নিখুঁত শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত।তারা দুজনেই নিজেদের কাজের ক্ষেত্রে মাস্টার এবং তাদের একসাথে কাজ করতে দেখা এক বিশাল সৌভাগ্যের বিষয়।উল্লেখ্য,ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ঘোষণা করেছিল যে, গঞ্জালেজ ইনারিতুর নতুন সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর।

    এতে গনজালেস ইনারিতু আবারও তার বার্ডম্যান সিনেমার সহ-লেখক আলেকজান্ডার ডিনেলারিস এবং নিকোলাস জিয়াকোবোনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এবং এবার সাবিনা বিয়ারম্যানও চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।

    Your ad here

    আরো খবর