গৄহবধুর ছবি ব্যবহার করে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে কুপ্রস্তাব ও অশ্লীল মেসেজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ৷
এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ গৄহবধুর অভিযোগ কেউ বা কারা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট পরিচালন করছে ৷ পাশাপাশি সেই অ্যাকাউন্টে তার ছবি ব্যবহার করে বিভিন্ন জনের সাথে আপত্তিজনক চ্যাটও করা হয়েছে বলে অভিযোগ ওই গৃহবধূর ৷ ছবি ব্যবহার করে কলগার্ল হিসেবে বিভিন্ন জায়গায় তার ছবি পাঠিয়ে তারই স্বামীর ফোন নাম্বার দেওয়া হচ্ছিলও বিভিন্ন জায়গায় ৷ কুপ্রস্তাবও দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ ৷