নেতাগিরির সঙ্গে চাকরি কিভাবে সম্ভব, বিস্ফোরক কল্যাণ

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব
দলের নেতা নেতাগিরিও করবেন আবার চাকরি করবে। এটা চলতে পারে না। মনোজিতের মত জেলায় জেলায়  কলেজে তৃণমূল নেতাদের নিয়োগ নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের আইনজীবী বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা নতুন কিছু নয়, বাম আমলেও হয়েছে, তৃণমূলের সময়ে হচ্ছে। শুধু কসবায় নয়, মনোজিত্ মডেল জেলায় জেলায় । উত্তরপাড়া থেকে কাকদ্বীপ কার্যত একই ছবি কলেজে কলেজে। বিষযটি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়  বলেছেন কাউকে কাজ দিতে হলে নেতা কেন, দলের অনেক কর্মীই তো রয়েছেন।
নেতাগিরি করবেন, আবার চাকরিও চালিয়ে যাবেন এটা কি করে সম্ভব। এটি তাঁর ব্যক্তিগত মন্তব্য দলের নয় বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।