!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeSportsতিন ম্যাচে নিষিদ্ধ এমবাপ্পে?

    তিন ম্যাচে নিষিদ্ধ এমবাপ্পে?

    Published on

    সাম্প্রতিক খবর

    আলাভেসের বিপক্ষে ১-০ ব্যবধানের কস্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।এই জয়ে অবশ্য খুব ভালো কিছু বয়ে আনতে পারেনি তাদের জন্য।

    তবে হতাশা পেতে হয়েছে ঠিকই। ম্যাচের ৩৮ মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে বাজে ট্যাকেল করে লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে।ট্যাকেলের পর শুরুতে সরাসরি হলুদ কার্ড দেখান রেফারি।পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে জানা গিয়েছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন ফরাসি এই তারকা। কারণ লা লিগার শৃঙ্খলাবিধির ১৩০ নম্বর ধারা বলছে, বলের জন্য লড়াই চলাকালীন সংঘটিত সহিংসতার ক্ষেত্রে ,যদি কোনো চোট না লাগে, এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি হতে পারে।কিন্তু এমবাপ্পের ট্যাকলটি খুব বেশি ঝুঁকিপূর্ণ না থাকায় এক ম্যাচের নিষেধাজ্ঞাই পেতে চলেছেন বলে খবর। যদিও বিষয়টি নিশ্চিত নয়। এক্ষেত্রে দু’ ম্যাচের নিষেধাজ্ঞা পেলে ২০ এপ্রিল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এবং ২৩ এপ্রিল গেতাফের বিপক্ষে ম্যাচ মিস করবেন কিলিয়ান এমবাপ্পে।আর যদি তিন বা তার অধিক ম্যাচ নিষেধাজ্ঞা পান। তবে আগামী ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে খেলতে বাধা পেতে পারেন এমবাপ্পে।

    তবে এখনই বলা যাচ্ছে না। আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলেই বলা যাবে কি হতে যাচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে।

    Your ad here

    আরো খবর