Monday, September 25, 2023
বিনোদনহলিউডে ফিরছেন অ্যাম্বার হার্ড

হলিউডে ফিরছেন অ্যাম্বার হার্ড

সহজেই হলিউড ছাড়ছেন না, বরং সামনে এগিয়ে যেতে চান। এমনটাই ইঙ্গিত দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এই মুহূর্তে স্পেনের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক পাপারাৎজির টিকটকে পোস্ট করা একটি নতুন ভিডিওতে স্পেনে বসবাস এবং হলিউডে নিজের প্রজেক্ট সম্পর্কে বলতে দেখা গেছে অ্যাম্বারকে।

অ্যাম্বার স্প্যানিশ ভাষায় বলেছেন, স্পেনকে অনেক ভালোবাসেন।অভিনেত্রীর স্প্যানিশ উচ্চারণ স্থানীয়দের মতোই প্রানবন্ত ছিল। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে, তিনি দীর্ঘ সময়ের জন্য স্পেনে থাকার পরিকল্পনা করেছেন কিনা? তিনি উত্তরে বলেছেন, তিনি আশা করেন। অ্যাম্বার হার্ড স্পেনে থাকতে ভালোবাসেন।অভিনেত্রীকে যখন হলিউড প্রকল্পগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে তার সামনে কোনো লাইনআপ আছে কিনা? উত্তরে হাসিমুখে অভিনেত্রী জানিয়েছেন,কিছু প্রকল্প আছে। এগিয়ে যেতে চান, এটাই জীবন।এদিকে,প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলার বিচারে হারার মাত্র তিন মাস পর ২০২২ সালের সেপ্টেম্বরে হার্ড ইউরোপে যাত্রা করেন। একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে নিজের আবাস গড়েছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তখন থেকেই তীব্র গুঞ্জন শুরু হয় যে হলিউড ছেড়ে দিচ্ছেন অ্যাম্বার হার্ড। এরপর দীর্ঘদিন মিডিয়ার আড়ালেই ছিলেন হার্ড। কিছুদিন আগে স্পেনের রাস্তায় প্রথমবারের মতো দেখা মিলেছে অ্যাম্বার হার্ডের।এরপর প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসেন অভিনেত্রী। সাম্প্রতিক কথোপকথনের সময় হার্ডকে বেশ আনন্দিত লেগেছে। স্পেনে বসবাসের বিষয়ে তিনি এর আগেও তৃপ্তি প্রকাশ করেছেন।জনি এবং অ্যাম্বার ২০১৫ সালে তাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের মে মাসে অ্যাম্বার জনির কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন এবং তাঁর বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পান। তিনি বলেছিলেন যে জনি তাদের সম্পর্কের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। জনি এটি প্রায়ই করতেন, যখন নেশায় থাকতেন।

More News

মুখ্যমন্ত্রীর স্পেন সফরে খরচ কত, জানতে চিঠি শুভেন্দুর

0
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফর বাবদ রাজ্যে সরকারের কত খরচ হল তা জানতে...

গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ : মমতা 

0
গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ। বার্সেলোনায় বাণিজ্যিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বার্সেলোনায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লগ্নিবান্ধব...

কিশোর ভারতী স্টেডিয়াম লা লিগাকে দিলেন মমতা     

0
লা লিগা কর্তৃপক্ষকে কলকাতার কিশোর ভারতীয় স্টেডিয়াম দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার মাদ্রিদ থেকে...