দুই বছরের নির্বাসন কাটিয়ে ফেসবুক ও ইউটিউবে স্বমহিমায় ফিরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পেজে ট্রাম্প একটি ভিডিও পোস্ট করে ফিরে আসার বার্তা দিয়েছেন তিনি ।
প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া একাধিক অ্যাকাউন্ট। টুইটার কর্তৃপক্ষ আগেই তাঁর ওপর থেকে নির্বাসন তুলে নিয়েছিল। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর রিপাবলিকান সমর্থকদের ক্যাপিটলে হামলা চালানোর জন্য প্ররোচিত করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল।