বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেতা ও ছোট নবাব সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান। কিছুদিন আগে প্রকাশিত কিছু রিপোর্টে উঠে এসেছে যে করণ জোহরের প্রোডাকশন হাউজ থেকেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিমের।
সিনেমাটির নাম এখনো ঘোষণা হয়নি। তবে মুল ভূমিকায় থাকছেন মালায়লাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা পৃথ্বীরাজ সুকুমারান। এতে আরো থাকছেন বলিউড অভিনেত্রী কাজল। সিনেমাটি পরিচালনা করবেন কায়োজি ইরানি। এটি তার প্রথম চলচ্চিত্র পরিচালনা হতে যাচ্ছে। রিপোর্ট অনুসারে, সিনেমাটি কাশ্মীরে সন্ত্রাসবাদের পটভূমিতে তৈরি করা হবে। আগামী মাস থেকে সিনেমার শুটিং শুরু করবেন ইব্রাহিম।সিনেমার সাথে সংশ্লিষ্ট একটি বিশেষ সূত্র জানিয়েছে,এটি ইব্রাহিমের অভিষেক চলচ্চিত্র। তাই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন অভিনেতা। ইতিমধ্যেই শারীরিক কসরতের মাধ্যমে নিজের চরিত্রের সাথে মানিয়ে নিতে পরিশ্রম করছেন ইব্রাহিম আলি খান। সিনেমাটির রিডিং এবং ওয়ার্কশপ একই সাথে চলছে। সিনেমার গল্পটি তিনটি মূল চরিত্রের চারপাশে আবর্তিত হয়েছে যেগুলোতে পৃথ্বীরাজ, কাজল এবং ইব্রাহিম অভিনয় করেছেন বলেও জানিয়েছেন সেই সূত্র।প্রথমবারের মতো পর্দায় অভিষেক হলেও পর্দার পেছনে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন সাইফ পুত্র।করণ জোহরের আসন্ন চলচ্চিত্র,রকি অওর রানি কি প্রেম কাহানিতে সহযোগী হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন ইব্রাহিম।রোমান্টিক কমেডি ঘরানার ছবি,রকি অওর রানি কি প্রেম কাহানিতে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং।