Sunday, March 26, 2023
খেলাআইসিসির শাস্তি, বিপাকে দক্ষিণ আফ্রিকা

আইসিসির শাস্তি, বিপাকে দক্ষিণ আফ্রিকা

প্রথম দু’ ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল সাউথ আফ্রিকা। শেষ ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতা।

কিন্তু ডেভিড মালান ও জস বাটলারের অনবদ্য সেঞ্চুরিতে সেই নিয়ম রক্ষার ম্যাচটি ইংল্যান্ড জিতে নেয় ৫৯ রানে।তবে শেষ ওয়ানডেতে হারের পর এবার শাস্তিও পেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার।মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে ক্রিকেটারদের। সেই সঙ্গে বিশ্বকাপ সুপার লিগের একটি পয়েন্টও কাটা গেল বাভুমার দলের।শেষ ম্যাচে নির্ধারিত সময় এক ওভার কম করে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানিয়েছে আইসিসি।আইসিসির নিয়ম, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়।ম্যাচটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে হওয়ায় পয়েন্টও কাটা হয়েছে দলটির।সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট।এতে আরও জটিল হয়েছে তাদের আসন্ন বিশ্বকাপ যাত্রা।আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলা ঝুলছে অনিশ্চয়তায়। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্ব মঞ্চে।

More News

প্রোটিয়াদের হারিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

0
ব্রান্ডন কিং ও কাইল মেয়ার্স শুরুর জুটিতে সুর বেঁধে দিলেন। ওয়ানডে নেতৃত্বের অভিষেক ম্যাচ অপরাজিত...

এলিট প্যানেল : আলিম দার সরে দাঁড়ালেন

0
আইসিসির আম্পায়ারদের এলিট লিস্ট থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের তারকা আম্পায়ার আলিম দার। ৪৩৫টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার পরে এই সিদ্ধান্ত নিলেন তিনি।  ১৯ বছর ধরে আইসিসির এলিট আম্পায়ারদের লিস্টে টানা ছিলেন পাকিস্তানের আম্পায়ার, আলিম দার। আলিম দার সরে দাঁড়ানোর পরে দুই নতুন আম্পায়ারকে এলিট তালিকাভুক্ত করা হয়েছে। আইসিসির এই তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও পাকিস্তানের আহসান রাজা।এ দুজনকে নিয়ে আইসিসি এলিট প্যানেলের সদস্য এখন ১২ জন।২০০০ সালে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু করা আলিম দার ২০০২ সালে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হন। এর দু’ বছর পর তাকে আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়।আইসিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আলিম দার জানিয়েছেন, তাঁর জন্য এটা দীর্ঘ সফর ছিল। তবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন। সারা বিশ্বজুড়ে আম্পায়ারিং করার সৌভাগ্য হয়েছে। তাঁর কাছে যা গর্বের বিষয়। এই সময়ে যে কৃতিত্ব অর্জন করেছেন, তা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেন নি। যদিও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে কাজ করে যেতে চান। তবে এটাই সঠিক সময় এলিট প্যানেল থেকে সরে দাঁড়ানোর।উল্লেখ্য, এলিট প্যানেলের আম্পায়াররা সর্বোচ্চ সম্ভাব্য মান ও নিরপেক্ষতা নিশ্চিতে কাজ করে থাকেন।ব্যতিক্রম বাদে প্রতিটি টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকেন দুজন এলিট প্যানেলের আম্পায়ার, ওয়ানডেতে থাকেন একজন।আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বের ম্যাচগুলোর দায়িত্বও দেওয়া হয় তাদের হাতে।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মারক্রাম, নেই বাভুমা

0
টেম্বা বাভুমা সরে দাঁড়ানোর পর এবার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এইডেন মারক্রামকে বেছে নিয়েছে দক্ষিণ...