প্রয়োজনে সমস্ত নিয়োগ খারিজ করে দেওয়া হবে বলে এসএসসিকে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আদালতের নির্দেশের পরেও নম্বর না দেওয়ায় স্কুল সার্ভিস কমিশন-র ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি মান্থা এসএসসি-র চেয়ারম্যানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুক্রবার এসএসসির চেয়ারম্যানকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। ২০১১-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় সিলেবাস বাইরে থেকে প্রশ্ন এসেছে বলে অভিযোগ করে ৮৩ জন মামলা করেন। মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী শামিম আহমেদ। এরপরেই জুন মাসে মামলাকারীদের নম্বর দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু এখনও সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ।