প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনা যুদ্ধবিমান দেখা গেলেই যথাযথ ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। গত জুনের মাসের শেষ সপ্তাহে, একটি চিনা যুদ্ধবিমান প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে বিতর্কিত এলাকা দিয়ে উড়েছিল।
তবে, শীঘ্রই যুদ্ধবিমানটি ধরা পড়ে গিয়েছিল এবং ভারতীয় যুদ্ধবিমান চিনা বিমানটিকে তাড়া করে সেখান থেকে সরিয়ে দিয়েছিল।আইএএফ প্রধানকে উদ্ধৃত করে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকার আকাশে কী কার্যকলাপ চলছে, তা ক্রমাগত পর্যবেক্ষণ চলছে। বায়ুসেনা প্রধান অবশ্য স্বীকার করে নিয়েছেন, চিনাদের এই কার্যকলাপের কোনও বিশেষ কারণ তাঁরা খুঁজে পাননি। কেন বারবার, তারা প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ছে তা এখনও ভারতীয় পক্ষের কাছে অজানা। এদিকে, রবিবারই পূর্ব লাদাখের চুশুল-মলডো মিটিং পয়েন্টে ষোড়শ ভারত-চিন উচ্চ-স্তরের সামরিক বৈঠক শুরু হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকা বরাবর যে যে অংশে এখনও ভারতীয় ও চিনা সেনার অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে, সেই সব এলাকায় দ্বিপাক্ষিক সমাধানই এই বৈঠকের লক্ষ্য।