যাঁরা ফিটনেস ডাটা এবং নেভিগেশনের কাজে স্মার্টওয়াচ ব্যবহার করে থাকেন, তাঁদের জন্য গারমিনের ঘড়িগু লোর তুলনা নেই। নতুন দুটি মডেল, ভেন্যু ৩ এবং ৩এস লঞ্চ করেছে গারমিন।
মডেল দুটিতে স্মার্টওয়াচের গতানুগতিক ফিচারগুলোর পাশাপাশি দেওয়া হয়েছে আরো উন্নত স্লিপ ট্র্যাকিং এবং এআই কোচিং ফিচার। ডিজাইনেও ভেন্যু ৩ ও ৩এস বাকি সব গোল স্মার্টওয়াচের থেকে এগিয়ে আছে। অন্যদিকে,নতুন মডেলের স্মার্টফোন এনেছে সোনি, নাম দেওয়া হয়েছে এক্সপেরিয়া ৫ মার্ক ৫। বাজারে ছোটখাটো স্মার্টফোনের চাহিদা খুব বেশি না থাকলেও সনি প্রতিবছরই সেরা ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার ব্যবহার করে ৬ ইঞ্চি এক্সপেরিয়া ৫ সিরিজ তৈরি করে, এবারও ব্যতিক্রম নয়। এক্সপেরিয়া ১ সিরিজের বিশ্বসেরা ক্যামেরা সিস্টেম, সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং দ্রুত চার্জিং সুবিধা থাকছে এতে।আবার ব্লুটুথ হেডসেট নির্মাতা জ্যাব্রা তাদের নতুন এলিট ১০ এবং এলিট ৮ অ্যাকটিভ ট্রু ওয়্যারলেস হেডসেট লঞ্চ করেছে। জ্যাব্রার দাবি, তাদের ক্রেতারা হেডফোন নির্বাচনে সেটি দীর্ঘ সময় ব্যবহারে আরামদায়ক কি না সেটার ওপরই জোর বেশি দিয়ে থাকে।তারা এলিট ১০ মডেলটি সেসব দিক বিবেচনা করেই নতুন করে ডিজাইন করেছে, যাতে চমৎকার সাউন্ডের পাশপাশি কানে অস্বস্তি না লাগে। এলিট ৮ অ্যাকটিভ ডিজাইন করা হয়েছে, যাতে স্পোর্টস থেকে ট্র্যাকিং ও ক্যাম্পিং করলেও সহজে কান থেকে খুলে না পড়ে বা চট করে ক্ষতিগ্রস্ত না হয়।এছাড়া,রিচার্জেবল ব্যাটারিসমৃদ্ধ স্যুটকেস টিভি স্ট্যানবাইমি গো লঞ্চ করেছে এলজি। মাঝারি আকৃতির ব্রিফকেসের মধ্যে আছে ২৭ ইঞ্চি টাচস্ক্রিন টিভি, ব্যাটারি এবং স্পিকার। টিভিতে এয়ারপ্লে, গুগল ক্যাস্ট এবং ডলবি সাউন্ড দেওয়া আছে।