আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধের প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতেই সেনসেক্স পড়েছে ৮৯৭ পয়েন্ট।
ফলে বাজার শেষে সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৩৭ পয়েন্টে। একই অবস্থা হয়েছে নিফটির। ২৫৮ পয়েন্ট পড়ে এই সূচক দাঁড়িয়েছে ১৭ হাজার ১৫৪ পয়েন্ট। সবথেকে খারাপ অবস্থা হয়েছে ব্যাঙ্ক নিফটির। প্রায় ২.২৭ শতাংশ পড়েছে সূচক।সপ্তাহের প্রথম দিনে ভারতীয় শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত হতাশাজনক প্রমাণিত হয়েছে। প্রফিট বুকিংয়ের চাপে ব্যাপক পতনের সঙ্গে বন্ধ হয়েছে শেয়ার বাজার। স্মল ক্যাপ ও মিড ক্যাপ স্টকগুলিতেও বড় পতন হয়েছে। এছাড়াও অটো, আইটি, এফএমসিজি, মেটাল, এনার্জি, মিডিয়া, কনজিউমার ডিউরেবলস খাতের শেয়ার দরপতন হয়েছে।