একাধিক মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। সূত্রের খবর, মঙ্গলবার আদালতে হাজিরা দিতে লাহোর থেকে ইসলামাবাদ আসেন ইমরান খান।
রাজধানীর জুডিশিয়াল কমপ্লেক্সে শুনানি হয়েছে। অশান্তির আটটি মামলায় তেহরিক-ই-ইনসাফ প্রধানকে জামিন দিয়েছে আদালত। ফলে আপাতত কিছুটা স্বস্তি পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ১৮ মার্চ তোষাখানা মামলায় জুডিশিয়াল কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন ইমরান খান। তখনই সেখানে তাণ্ডব চালায় তেহরিক-ই-ইনসাফের সদস্যরা। ওই ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, ইমরান খানের গ্রেফতারির পর থেকেই পাকিস্তানের কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।