আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে পাহা়ড় প্রমাণ দুর্নীতির অভিযোগ করে জনসভায় ইমরান খান বলেছেন, যদি কোনও দেশে আইনের শাসন না থাকে, তাহলে সেখানে বিনিয়োগের গন্তব্য হতে পারে না।
আর আইনের শাসনের অভাবে দুর্নীতি তার শিকড় ছড়িয়ে দেয়। একজন এমন রাষ্ট্রনেতার নাম বলুন, যার দেশের বাইরে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। এমনকি, পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশে কতগুলো সম্পত্তি আছে। তারপরেই ইমরান খান বলেছেন, কেউ ভাবতেও পারবে না, বিদেশে নওয়াজ শরিফের সম্পদের পরিমাণ কত। এর আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।