আদালতে গেলেই খুন হয়ে যাবেন তিনি। এমনই আশঙ্কায় তোষাখানা মামলায় ভার্চুয়াল শুনানির আবেদন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।অন্যদিকে, এই মামলায় এবার ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে তলব করেছে পাকিস্তানের দুর্নীতি দমন শাখা।
এই পরিস্থিতিতে ইমরান খান দাবি করেছেন, শনিবার তিনি যখন আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন, তখন বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আদালতে উপস্থিত ছিল। তাঁকে খুন করতেই তাদের পাঠানো হয়েছিল। প্রধান বিচারপতির কাছে ইমরান খানের আবেদন, তাঁর বিরুদ্ধে যাবতীয় মামলা একত্রিত করে বিচার প্রক্রিয়া শুরু হোক। তাছাড়াও বাড়ির মধ্যে থেকেই যেন ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে পারেন, সেই আবেদনও জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রায় ১০০টি মামলা রয়েছে ইমরান খানের বিরুদ্ধে।