!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskনিটে অনিয়ম, জবাব তলব সুপ্রিম কোর্টের

    নিটে অনিয়ম, জবাব তলব সুপ্রিম কোর্টের

    Published on

    সাম্প্রতিক খবর

    সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-এ অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ-কে নোটিস দিয়ে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।এর আগে নিট বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে।

    তেমনই একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার, শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং আহসানুদ্দিন আমানুল্লার অবকাশকালীন বেঞ্চে।মামলার শুনানিতে বিচারপতি আমানুল্লা এনটিএ-র আইনজীবীর উদ্দেশে বলেছেন,পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে। তাই সুপ্রিম কোর্ট এর উত্তর চায়।একই সঙ্গে বিচারপতি আদালতে উপস্থিত এনটিএ-র কৌঁসুলির কাছে জানতে চেয়েছেন, জবাব দিতে কত দিন সময় লাগবে তাঁদের।তবে কাউন্সেলিং প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।মামলাকারীর আইনজীবী,আদালতে কাউন্সেলিং বন্ধ করার আর্জি জানান।দুই বিচারপতির বেঞ্চ মৌখিক ভাবে জানিয়েছে,আপাতত অনিয়মের অভিযোগ নিয়ে জবাব চাওয়া হচ্ছে। কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।অন্যদিকে,নিট-এ প্রশ্নফাঁস এবং ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে।একসঙ্গে ৬৭ জনের প্রথম স্থান পাওয়া ওই ঢালাও নম্বর দানের ফল বলেই মনে করছেন অনেকে। এমতাবস্থায় নিট কর্তৃপক্ষ কার্যত সব অভিযোগই অস্বীকার করেছেন। জোর দিয়ে জানান হয়েছে, পরীক্ষায় তেমন কোনও অনিয়ম হয়নি।কিন্তু এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ।সরব হয়েছে বিরোধী দলগুলিও।

    Your ad here

    আরো খবর