তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে উত্তর-পূর্ব ভারত।আর সেই লক্ষেই অরুণাচল প্রদেশের কিরেন রিজুজুকে সংসদ বিষয়ক মন্ত্রী করা হয়েছে।
একইসঙ্গে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন তিনি।দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার বলতে শোনা গিয়েছে, দেশের উন্নয়নে উত্তর-পূর্ব ভারতের গুরুত্বের কথা। তাই উত্তর-পূর্বের ওপর অতিরিক্ত নজর দিতে প্রধানমন্ত্রী সেখানকার নেতাদের বাড়তি গুরুত্ব দিয়েছেন তাঁর মন্ত্রিসভায়। তাই জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে সর্বানন্দ সোনোয়ালকে। এর আগে তিনি উত্তর-পূর্বের রাজ্য অসমের মুখ্যমন্ত্রী ছিলেন।অন্যদিকে, টেলিকম মন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশের রাজ পরিবারের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী উত্তর-পূর্বের সঙ্গেই রাজ্যভিত্তিক রাজ পরিবারকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন।কারণ, এখনও অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুরে রাজ পরিবারের বিশেষ কতৃত্ব রয়েছে। তাই সে দিকেও প্রাধান্য পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়।