নিরপেক্ষ-স্বাধীন তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির মহিলাদের একাংশ।মঙ্গলবার সেই আর্জি গ্রহণ করেছে শীর্ষ আদালত।
বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ মূল মামলার সঙ্গে সন্দেশখালির মহিলাদের একাংশের মামলা যুক্ত করার অনুমতি দিয়েছে। জুলাই মাসে সন্দেশখালির মামলার শুনানি রয়েছে। তখনই এই আর্জি শুনবে সুপ্রিম কোর্টের বেঞ্চ।সন্দেশখালির মহিলাদের একাংশের বক্তব্য, সমগ্র ঘটনার নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত হোক। সেই আর্জি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। যাকে উল্লেখযোগ্য বলে মনে করছে শাসকদল তৃণমূল কংগ্রেসও।সন্দেশখালিকাণ্ডে গত কয়েক দিনে ফাঁস হওয়া জোড়া গোপন ক্যামেরা অভিযানে রাজ্য রাজনীতি তোলপাড়। যে অভিযানে সন্দেশখালির এক বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বিস্তারিত বক্তব্য শোনা গিয়েছে। যদিও সেই দু’টি ভিডিওরই সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওগুলি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ওই গোপন ক্যামেরা অভিযানের নেপথ্যে সন্দেশখালির পুলিশও যুক্ত। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন। যদিও তাঁর বিবিধ বক্তব্যের অসঙ্গতি তুলে ধরে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই প্রেক্ষাপটেই সন্দেশখালির মহিলাদের একাংশের আর্জি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।