!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdesk১ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক 

    ১ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক 

    Published on

    সাম্প্রতিক খবর

    লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের দিনই বৈঠক করবে বিরোধী জোট ইন্ডিয়া। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ১ জুন দিল্লিতে বৈঠক হবে।

    ইন্ডিয়া জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।ঘটনাচক্রে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলে ফেরার ঠিক আগেরদিনই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আবগারী নীতি দুর্নীতি মামলায় ২ জুন তাঁর অর্তবর্তী জামিনের মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী, তা স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা নির্বাচনে জোটের পারফরম্যান্স, তা পর্যালোচনা করেই ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্থির করা হবে ওই বৈঠকে।কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ ইন্ডিয়া জোট শরিক সমস্ত নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নেবেন কিনা, তা জানা যায়নি।

    Your ad here

    আরো খবর