বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবাষিকীর বছরে ভারত-বাংলাদেশের বন্ধুত্বের পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির সূচনা করল বাংলাদেশ।
শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের প্রস্তাবিত খরচ ধরা হয়েছিল ৩৭৭ কোটি টাকা। তার মধ্যে ২৮৫ কোটি টাকা খরচ করা হয় শুধু বাংলাদেশের দিকে পাইপলাইন নির্মাণের জন্যই। এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে পরিশোধিত ডিজেল পৌঁছবে উত্তর বাংলাদেশের ৭টি জেলায়। প্রকল্পের সূচনা করে হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মোদী। বলেন গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সেই উন্নয়নযাত্রার শরিক হতে পেরে প্রতিটি ভারতবাসী গর্ব অনুভব করছেন। প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে শেখ মুজিবর রহমানের প্রসঙ্গও।অপরিদকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গঙ্গা পানি চুক্তি হয়েছে, ব্যবসার প্রসারও ঘটছে, ভারতের কাছ থেকে উন্নয়নের সহযোগিতা পাওয়া যাচ্ছে। বর্তমানে ভারতের থেকে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্চ্ছে। দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বন্ধুত্ব আরও বাড়ছে। ভারতের সকল নেতৃত্ব ও জনগনকে ধন্যবাদ। মোদীজিকে আন্তরিক ধন্যবাদ। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর এক মিলিয়ন মেট্রিক টন ডিজেল যাবে এই পাইপলাইন দিয়ে।