দীর্ঘ পর আড়াই বছর পর শুক্রবার খুলল ভারত-ভুটান সীমান্ত।ভারত-ভুটান সীমান্তের জয়গাঁও-ফুন্টশিলিং গেট এবং চামুর্চি-সামসি গেটের পাশাপাশি পশ্চিমবঙ্গ ও অসম সীমান্তে অবস্থিত দুই দেশের সমস্ত সীমানাই এদিন খুলে দেওয়া হয়েছে।
স্বভাবতই উচ্ছাস স্থানীয়দের। কোভিডের প্রথম ঢেউয়ের সময় ২০২০ সালের মার্চ মাস থেকে সীমান্ত দিয়ে পণ্য পরিবহন ও যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। দুই দেশের মধ্যে পরবর্তীতে পণ্য পরিবহন চালু হলেও সাধারণ বাসিন্দা ও পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। এবার সীমান্ত খুলে যাওয়ায় বাণিজ্যিক যাতায়াত ও সীমান্ত এলাকার সাধারণ বাসিন্দাদের বিভিন্ন প্রয়োজনে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন। পর্যটকরা ২৩ সেপ্টেম্বর থেকে পারো আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভুটানের চুখা জেলার ফুন্টশিলিং-জয়গাঁও সীমান্ত, অসমের গেলফু, সামদ্রুপ জেলার সীমান্ত দিয়েও প্রতিবেশী দেশে ঢুকে ভ্রমণের সুযোগ পাবেন।সীমান্ত বন্ধ থাকায় ভুটানের বাসিন্দারা তাদের নিত্য প্রয়োজনে, জিনিসপত্র কেনাকাটা ও ওষুষপত্রের প্রয়োজনে যেমন ভারতে আসতে পারছিলেন না, তেমনি সীমান্ত বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীরাও ভুটানে যেতে পারছিলেন না এবং সীমান্ত এলাকার ভারতীয় ব্যাবসায়ীরাও বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।