বিশ্বকে শাসন করতে চায়না ভারত। এমনটাই বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ্য করে বলেছেন, কিছু সময় আগেই প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় যে দেশ এগিয়ে সেই দেশই বিশ্বকে শাসন করবে। রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে থাকা একটি দেশ। আর যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সম্ভাবনা বাড়ছে এই কথাকে নাকচ করা যায়না। কিন্তু ভারত কোনোদিন বিশ্বের উপর শাসন করার মন্ত্রে বিশ্বাস করেনি। কারণ ভারত বিশ্বকে নিজের পরিবার মনে করে। তবে কোনও দেশ যেন ভারতের উপর এসে রাজত্ব না করতে পারে সেই কথা মাথায় রেখেই ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত করতে হবে। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্নত করার জন্য যে সমস্ত প্রকল্প নিয়েছে তাতে করে খুব শীঘ্রই ভারত কৃত্তিম বুদ্ধিমত্তায় এগিয়ে থাকা দেশগুলির মধ্যে অন্যতম হবে।