আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আহমেদাবাদের ঘটনায় আমি বিধ্বস্ত, অত্যন্ত ব্যথিত। আমি মন্ত্রী এবং সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। বিদেশমন্ত্রী এস জয়শংকরও শোকপ্রকাশ করেছেন মর্মান্তিক ঘটনায়। এদিকে বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।
জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।দুর্ঘটনাগ্রস্ত বিমানে সম্ভবত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। প্যাসেঞ্জার তালিকায় ১২ নম্বরে তাঁর নাম ছিল। অন্যদিকে ডিজিসিএর তরফ থেকে জানানো হয়েছে, ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সভরওয়ালের। কো পাইলট তথা ফার্স্ট ক্যাপ্টেন ক্লাইভ কুন্দরও ১১০০ ঘণ্টা বিমান চালনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন রামমোহন নায়ডুর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুই মন্ত্রীকে অবিলম্বে আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন।আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও খোলা হয়েছে কন্ট্রোল রুম।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও শোক প্রকাশ করেছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায়। দলীয় কর্মীদেরও উদ্ধারকাজে শামিল হতে বলেছেন তিনি।অন্যদিকে লন্ডনগামী বিমান দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুলল ব্রিটিশ সরকার। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তারা। ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে সরকারের তরফে।