Wednesday, May 31, 2023
Top Newsপ্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে ভারত : মোদী 

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে ভারত : মোদী 

প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে আত্মনির্ভর হচ্ছে ভারত। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এশিয়ার সব চেয়ে বড় বিমান প্রদর্শনী চলছে কর্নাটকের বেঙ্গালুরুতে। অ্যারো ইন্ডিয়া ২০২৩ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ৯৮টি দেশ এই প্রদর্শনীতে যোগ দিয়েছে। মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতিরক্ষা মন্ত্রক। বায়ুসেনার চিফ এয়ার মার্শাল ভিআর চৌধুরী এই বিমান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। আমেরিকার তরফে যে প্রতিনিধিদল এসেছে, তার নেতৃত্ব দিয়েছেন এলিজাবেথ জোনস। বেঙ্গালুরুর এই প্রদর্শনীর সূচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, বেঙ্গালুরুর আকাশ দেখল নতুন ভারতের শক্তি। ভারত আবারও এক নতুন উচ্চতায় পৌঁছল। একবিংশ শতাব্দীর নতুন ভারত কোনও সুযোগ হারাবে না এবং কঠোর পরিশ্রমের ক্ষেত্রে কখনও খামতি করবে না। কেন্দ্রের লক্ষ্য ২০২৪-২৫ সালের মধ্যে প্রতিরক্ষা রফতানি ৫ মিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। ভারত শুধু বৈশ্বিক প্রতিরক্ষা সংস্থাগুলির একটি বাজার নয়, একটি সম্ভাব্য অংশীদার হয়ে উঠবে।

More News

মন বিনয়-কৃতজ্ঞতায় ভরে গিয়েছে : মোদী 

0
তাঁর মন বিনয় ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে এমনই বার্তা...

গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত  

0
গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেছেন...

দু’সময়ের ব্যবধানে সংসদের ২ ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর 

0
নতুন সংসদ ভবন উদ্বোধনের পরই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ছবি। একটি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার...