তাঁর কথায় রাজ্যের উন্নতির মধ্যেই দেশের উন্নতি নিহিত রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থপরতা এবং ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য কিছু দল ভাষা নিয়ে খেলা করেছে। কন্নড় একটি সমৃদ্ধ ভাষা। পূর্ববর্তী সরকারগুলো কন্নড় ভাষায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা শেখানোর দিকে কোনও পদক্ষেপ নেয়নি।এদিকে ভোটমুখী কর্নাটকে গিয়ে বেঙ্গালুরুতে ১৩.৭১ কিলোমিটার মোট ১২টি স্টেশনের দীর্ঘ কাদুগোডি থেকে কৃষ্ণরাজপুরম মেট্রো লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার জন্য ব্যয় হয়েছে ৪ হাজার ২৪৯ কোটি টাকা।এদিন প্রধানমন্ত্রী টিকিট কাউন্টারে গিয়ে সাধারণের সঙ্গেই টিকিট কেটে মেট্রোয় সফর করেছেন। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।পাশাপাশি তাঁর সফরসঙ্গী হয়েছিলেন মেট্রোর রেল কর্মী, মেট্রো নির্মাণ শ্রমিক এবং শিক্ষার্থী-সহ অন্যান্যরাও। কথাও বলেছেন তাঁদের সঙ্গে।
সবার প্রয়াসে ভারত উন্নতির দিকে এগোচ্ছে : মোদী

আজাদি কা অমৃত মহোৎসবে সবকা সাথ সবকা বিকাশের মধ্যে দিয়ে ভারত একটি উন্নততর দেশের লক্ষ্যে এগোচ্ছে। কর্নাটকের চিক্কাবল্লাপুরে শ্রী মধুসুধন সাই ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চের উদ্বোধনে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
More News
শোকাহত তালিবান, ভারতের পাশে গোটা বিশ্ব
বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়ে শোকপ্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। শোকপ্রকাশ করেছে, রাশিয়া, কানাডা, ব্রিটেন, জাপান, তাইওয়ান, পাকিস্তান এমনকি তালিবানরাও।
ভ্লাদিমির পুতিন তাঁর শোকবার্তায় বলেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের শোক ভাগ করে নিছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন,জার্মানি এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার শোক বার্তায় বলেছেন,জাপান সরকার এবং জনগণের পক্ষ থেকে , নিহতদের এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানাছেন।দ্রুত আরোগ্য কামনা করছেন।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনার ছবি এবং রিপোর্ট মর্মান্তিক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন আমি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। এই কঠিন সময়ে কানাডাবাসী ভারতের জনগণের পাশে আছে।নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডের ভারত সফর চলাকালীনই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি টুইট করে বলেছেন ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ডজনখানেক মানুষের প্রাণহানির ঘটনায় শোকাহত। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন ভারতে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছেন।ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং ওড়িশার দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থন করছেন। শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।বলেছেন ভারতে একটি ট্রেন দুর্ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। এই ট্র্যাজেডিতে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাছেন। আফগানিস্তানের তালিবান সরকারও এক টুইট বার্তায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে।
দোষীদের শাস্তি, বালেশ্বরে গিয়ে কড়া বার্তা মোদীর
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, এই দুর্ঘটনায় কারও দোষ প্রমাণিত হলে তাঁকে ছাড়া হবে...
বালেশ্বর প্রধানমন্ত্রী, জরুরি বৈঠক ঘটনাস্থলেই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার বালেশ্বরে যাচ্ছেন।শনিবার দুর্ঘটনাস্থলেই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দেখা করবেন আহতদের সঙ্গে।...