Thursday, October 6, 2022
আন্তর্জাতিক সংবাদআবারও গম রফতানি শুরু ভারতের

আবারও গম রফতানি শুরু ভারতের

একাধিক দেশের অনুরোধে গম রফতানি বন্ধের সিদ্ধান্ত শিথিল করেছে ভারত।এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে।
বলেছেন, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি এবং আফগানিস্তানের মতো দেশে গম পাঠানো হয়েছে। অনেক দেশেই তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গম চেয়েছিল। সেই চাহিদা মেটাতেই গম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার জন্য নয়। খাদ্যসঙ্কটের মোকাবিলার জন্য পাঠানো হচ্ছে গম। এর ফলে অদূর ভবিষ্যতে দেশের বাজারে গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঘরোয়া চাহিদা মেটাতে ১৩ গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। আর ইউক্রেন যুদ্ধের আবহে দিল্লির ওই সিদ্ধান্তের জেরে আগুন লেগেছিল ইউরোপে গমের বাজারে। পাশাপাশি, মধ্য ও পশ্চিম এশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশেও মূল্যবৃদ্ধির আঁচ লাগে। খাদ্য মন্ত্রক সূত্রের খবর, ১৩ মে-র পর থেকে এখনও পর্যন্ত ১৮ লক্ষ টন গম বিদেশে পাঠিয়েছে ভারত।প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে অন্যান্য পণ্যের সঙ্গে গম রফতানিতেও রাশ টেনেছে ইউক্রেন। এর ফলে সঙ্কট বেড়েছে।

More News

উৎসবের মরশুমে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

0
উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা...

 কলকাতায় সিঁদুর খেললেন বাংলাদেশের অভিনেত্রী 

0
দশমীর দিন কলকাতায় এসে কাঁকুড়গাছি যুবক বৃন্দের মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু...

ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, দিল্লিতে শিথিল বিধি নিষেধ 

0
কিছুদিনের স্বস্তির পর উৎসবের শেষে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে...