ইংল্যান্ডের পর এবার দেশের দূতাবাস এবং বাণিজ্যিক দূতাবাসের সামনে পলাতক অমৃতপাল সিংয়ের সমর্থকদের বিক্ষোভ-তাণ্ডবের ঘটনায় কানাডার রাষ্ট্রদূতকে জরুরি তলব করেছে ভারত।
তাঁকে এই নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। ভারত সরকার কানাডা সরকারের কাছে জবাব চেয়েছে, পুলিশের উপস্থিতিতে কী করে সুরক্ষায় এত বড় ফাঁক রয়ে গেল। তাহলে কি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কঠোর ছিল না। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত সরকার কানাডার রাষ্ট্রদূতকে ভিয়েনা কনভেনশনের মোতাবেক নিজেদের কী কী দায়িত্ব পালন করার কথা, তাও মনে করিয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, তারা আশাবাদী ভারতীয় দূতাবাস এবং তার কর্মীদের নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ করবে কানাডা সরকার।