ভারত বনাম ভারত দ্বন্দ্ব নিয়ে দৃষ্টি ঘোরানোর জন্যই তড়িঘড়ি সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজস্থানের সভা থেকে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেছেন প্রথমে কেন্দ্রীয় সরকার মহিলাদের সংরক্ষণের বিষয়ে কোনওরকমের কথা বলছিল না।
ভারত বনাম ভারত দ্বন্দ্ব নিয়ে আলোচনা করার জন্য সংসদের বিশেষ অধিবেশন ঘোষণা করেছিল। কিন্তু যখন বিজেপি দেখল যে দেশের মানুষ তা গ্রহণ করেনি। এই প্রসঙ্গে বিজেপি আতঙ্কিত হয়ে পড়েছিল যেহেতু বিশেষ অধিবেশন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল। তাই তারা মহিলা সংরক্ষণ বিল নিয়ে তড়িঘড়ি আলোচনায় নামে। যদিও সংসদের দু’কক্ষেই কংগ্রেস-সহ বাকি বিরোধীরা বিলটিকে সমর্থন করে। বিজেপি বলছে যে মহিলাদের সংরক্ষণ বাস্তবায়নের জন্য একটি নতুন আদমশুমারি এবং সীমানা নির্ধারণ করা দরকার কিন্তু বাস্তবে, ৩৩ শতাংশ সংরক্ষণ আজ কার্যকর করা যেতে পারে। কিন্তু বিজেপি ১০ বছরের জন্য সংরক্ষণ বিলম্বিত করতে চায়। তবে কংগ্রেস এখনই এটি কার্যকর করতে চায় এবং পাশাপাশি ওবিসি মহিলারা এর সুবিধা যাতে পায় সে ব্যাপারে সচেষ্ট ভূমিকা পালন করতে উদ্যোগী।