Monday, May 27, 2024
Top Newsইউক্রেনের অখণ্ডতাকে মর্যাদা দেবে ভারত

ইউক্রেনের অখণ্ডতাকে মর্যাদা দেবে ভারত

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ফের ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানানো হয়েছে,রাষ্ট্রপুঞ্জের নীতি মেনেই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি নয়াদিল্লি দায়বদ্ধ থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি জানিয়েছেন, ভারত আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের পক্ষে।উল্লেখ্য, ইউক্রেনের ডনেৎস্ক, লুহানস্ক, জ়াপোরিজিয়া ও খেরসনে তথাকথিত গণভোটের আয়োজনের পরে ওই চারটি অঞ্চলকে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ইউক্রেনের জমি দখলের এই রুশ তৎপরতার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি প্রস্তাব আনলেও ভারতে সেই ভোটাভুটিতে অংশ নেয়নি। এই পরিস্থিতিতে ইউক্রনের অখণ্ডতা নিয়ে জ়েলেনস্কিকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।বলা হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পরমাণু চুল্লিগুলির নিরাপত্তা নিয়েও জ়েলেনস্কির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, ইউক্রেনে পরমাণু কেন্দ্রগুলি বিপন্ন হলে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর সুদূরপ্রসারী এবং ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। প্রসঙ্গত, ২৪ অগস্ট পুতিন-বাহিনীর ইউক্রেনে অভিযান শুরুর দু’দিন পর টেলিফোনে মোদীর সঙ্গে কথা বলেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানানো হয়েছে, এর পরেও দুই রাষ্ট্রনেতার একাধিক বার ফোনে কথা হয়েছে।

More News

 দেশকে না জ্বালিয়ে ভগবান হয়ে বসে থাকুন – মমতা        

0
দেশকে না জ্বালিয়ে মন্দিরে ভগবান হয়ে বসে থাকুন। ফের একবার নরেন্দ্র মোদীকে বাইলজিক্যাল খোঁচা দিয়েছেন...

প্রধানমন্ত্রীর কুর্সি ধরার লড়াইযে অভিষেকও ঃ মোদী

0
প্রধানমন্ত্রীর কুর্সি ধরতে মিউজিক্যাল চেয়ারের লড়াইয়ে দাঁড়াবেন ভাইপোও। শনিবার ষষ্ঠদফার ভোট চলাকালীন বিহারের পাটলিপুত্রে জনসভায়...

দেশজুড়ে মোদী স্লোগান ঃ শাহ

0
দেশজুড়ে মোদী স্লোগান। হিমাচল প্রদেশের নির্বাচনী সভায় উন্নত ভারত প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...