পশ্চিমবঙ্গের তিতাস সাধুর দাপটে এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিয়েছে মহিলা ক্রিকেটার দল।সোমবার মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করেছেনব হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা।
আর সেখানে বল হাতে দাপট দেখালেন পশ্চিমবঙ্গে তিতাস সাধু।ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর।ব্যাট করতে নেমে তাড়াতাড়ি দলের ওপেনার শেফালি বর্মার উইকেট হারায় ভারত। অপর ওপেনার স্মৃতি মন্ধানাকে সঙ্গ দেন তিন নম্বরে নামা জেমাইমা। দু’জনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ৪৬ রান করে স্মৃতি মন্ধানা আউট হওয়ার পরেই গতি হারায় ভারতের ব্যাটিং। বাধ্য হয়ে বড় শট খেলতে গিয়ে ৪২ রানে আউট হন জেমাইমা। ব্যাট হারতে ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত।জবাবে প্রথম ওভারেই ১২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ভারতীয় সমর্থকদের মনে চাপ বাড়ার আগেই অবশ্য ভারতকে খেলায় ফেরান তিতাস সাধু। নিজের প্রথম ওভারেই দুই উইকেট নেন তিনি। দ্বিতীয় ওভারে চামারি আতাপাত্তুকে আউট করে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেন তিতাস সাধু। সেখান থেকে অনেক চেষ্টা করেও আর ফিরতে পারেনি শ্রীলঙ্কা।শেষ ৪ ওভারে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল ৪০ রান। পূজা বস্ত্রকর আউট করেন নীলাক্ষি ডি সিলভাকে। উইকেট পড়তে থাকায় ক্রমাগত পিছিয়ে পড়ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯৫ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ২১ রানে ম্যাচ জিতে সোনা জেতে ভারত।