আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফিলাডেলফিয়ায়। পুলিশ জানিয়েছে, তিন দুষ্কৃতী বন্দুক নিয়ে হানা দিয়েছিল গ্যাস স্টেশনে।
ডাকাতির উদ্দেশ্যে সেখানে প্যাট্রো শিবরাম নামে গ্যাস স্টেশনের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।ফিলাডেলফিয়া পুলিশ একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এনেছে। তাতে দেখা গিয়েছে, গ্যাস স্টেশনে ঢোকে মুখ ঢেকে রাখা ৩ দুষ্কৃতী। টোরেসডেল অ্যাভেনিউর ওই গ্যাস স্টেশনে ঢুকেই এরপর গুলি চালায় তাঁরা। পিছন থেকে স্টোর ক্লার্ক শিবরামকে গুলি করেন। তারপর ক্যাশ রেজিস্টার চুরি করেন তাঁরা। দুষ্কৃতীরা মুখ ঢেকে রাখায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে কেউ তাদের মুখ দেখে থাকবে, এই ভেবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।