অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কোম্পানির কার্যক্রম নিয়ে ভারতের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের দেওয়া জরিমানার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।প্রতিযোগিতা বিরোধী অনুশীলন পরিচালনার অভিযোগে এই সার্চ জায়ান্টকে ভারত ১৬ কোটি ২০ লাখ ডলার জরিমানা করার পর এই ঘোষণা করেছে গুগল।
অক্টোবরে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা, সিসিআই বলেছে, অনলাইন সার্চ ও অ্যাপ স্টোরের বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের সুযোগ নিয়ে মোবাইল ব্রাউজার ও অনলাইন ভিডিও হোস্টিং খাতে ক্রোম ও ইউটিউবের মতো নিজস্ব অ্যাপের অবস্থান সুরক্ষিত রেখেছে গুগল।গুগলের এক মুখপাত্র বলেছেন,এটি অ্যান্ড্রয়েডের বিভিন্ন নিরাপত্তা ফিচারের ওপর বিশ্বাস করা ভারতীয় ইউজার ও ব্যবসাগুলোর জন্য বড় এক ধাক্কা। এর ফলে,বিভিন্ন মোবাইল ডিভাইসের দামও বেড়ে যাচ্ছে।সিসিআই’র সিদ্ধান্তে গুগল যে ভয় পেয়েছে তা বিস্তৃতভাবে বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া থেকে টের পাওয়া যায় বলে অন্যপক্ষের বক্তব্য।উল্লেখ্য,ভারতের ৬০ কোটি ডিভাইসের ৯৭ শতাংশই অ্যান্ড্রয়েডে চলে।অন্যদিকে,বিশ্বের বিভিন্ন দেশেই গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত বাড়ছে।এর মধ্যে বড় এক ধাক্কা হিসেবে বিবেচিত হয় এই বছরের শুরুতে ইউরোপের এক আদালতের ২০১৮ সালের সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি।ওই মামলায় অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস সরবরাহকারীদের ওপর বেআইনি নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে।