বিশ্ব ব্যাঙ্কের পরে এবার ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। আইএমএফ- র তরফে জানানো হয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৫.৯ শতাংশ হতে পারে।
জানুয়ারি মাসে আগের পূর্বাভাসে তা ৬.৩ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছিল। এবার তা ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে।বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে বৈঠকের আগে প্রকাশিত ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক-এ আইএমএফের তরফে সম্ভাব্য আর্থিক পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত অর্থবর্ষে বিশ্বে আর্থিক বৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ। চলতি অর্থবর্ষে তা ৩ শতাংশের নীচে নামতে পারে বলে জানিয়েছিলেন আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা। প্রসঙ্গত, ৪ এপ্রিল ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছিল বিশ্ব ব্যাঙ্কও।