এশিয়ান গেমসের তৃতীয় দিনে পশ্চিমবঙ্গের অনুশ আগরওয়াল হাত ধরে ফের সোনা জিতেছে ভারত। মঙ্গলবার ইকুয়েস্ট্রিয়ানে ড্রেসজ ইভেন্টে সোনা জিতেছেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেড়া এবং অনুশ আগরওয়াল।
এদিন সেইলিংয়ে নেহা ঠাকুর মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতেছেন।এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত।অন্যদিকে, শুটিংয়ে ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল ভারতের কাছে।১০ মিটার এয়ার রাইফেলে দিব্যাংশ পানওয়ার এবং রণিতা লড়াই করেছিলেন ব্রোঞ্জের জন্য। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারতে হয় তাদের। হকিতে ভারতের দাপট চলছে। হকিতে সিঙ্গাপুরকেও ১৬ গোল দিয়েছেন হরমনপ্রীত সিংরা। আগের ম্যাচে উজবেকিস্তানকেও ১৬ গোল দিয়েছিলেন তাঁরা। পর পর দু’ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত।অন্যদিকে, ৪x১০০ মেডলে রিলে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। যার জেরে ফাইনালের যোগ্যতাও অর্জন করেছেন ভারতীয় সাঁতারুরা।