সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা মেটানোর জন্য বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, তাদের মনে হয় না দেশের হয়ে কোনও চুক্তিকে ব্যাখ্যা করার অবস্থানে রয়েছে বিশ্ব ব্যাঙ্ক।
ওটা দুই দেশের মধ্যে চুক্তি। সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তান যে পুনর্বিবেচনার দাবি জানায়, তার সাপেক্ষে ভারতও যথাযথ পদক্ষেপ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী আরও বলেছেন, ভারতের তরফে সিন্ধু জল চুক্তির কমিশনার গত ২৫ জানুয়ারিই নোটিস জারি করেছে। এই নোটিসে পাকিস্তানকে সরাসরি সরকারের সঙ্গে চুক্তিভঙ্গের বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। ৯০ দিনের মধ্যে এই নোটিসের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।পাকিস্তানের তরফে ভারতের নোটিসের এখনও কোনও জবাব দেওয়া হয়নি। বিশ্ব ব্যাঙ্কের তরফে কি বলা হয়েছে বা এই চুক্তি নিয়ে তাদের প্রতিক্রিয়া কী, সে বিষয়েও তিনি অবগত নন।