!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeEntertainmentফেলুদার ভূমিকায় ফিরছেন টোটা 

    ফেলুদার ভূমিকায় ফিরছেন টোটা 

    Published on

    সাম্প্রতিক খবর

    সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ভূস্বর্গ ভয়ঙ্কর মুক্তির পর শোনা গিয়েছিল ফেলুদাকে ফের পর্দায় আনতে দেরি হবে না। নির্মাতা টিম সেই কথা রেখেছে।

    এবার আসছে রয়েল বেঙ্গল রহস্য নিয়ে নতুন সিরিজ। ফেলুদা ভূমিকায় থাকছেন টোটা রায় চৌধুরী, জটায়ু এবং তোপসের হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র।ফেলুদা নিয়ে চারটি সিরিজ তৈরির পর এই গোয়েন্দাকে নিয়ে আর কোনও নির্মাণে জড়াতে চাইছিলেন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাই এবার পরিচালক বদল। টোটাকে নিয়ে রয়েল বেঙ্গল রহস্য বানাবেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।তবে এখনও চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এই মুহূর্তে শুটিংয়ের কাজে টোটা মুম্বাইয়ে রয়েছেন। তিনি ফিরলেই পরিচালক চিত্রনাট্য নিয়ে অভিনেতাদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য চরিত্রাভিনেতাদের নিয়ে একপ্রস্থ মহড়াও সেরে নেবেন নতুন পরিচালক।জানা যাচ্ছে, ২২ এপ্রিল থেকে সিরিজ়ের শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা রেখেছেন কমলেশ্বর। তবে গল্পের প্রয়োজনেই সিরিজ়ের একটা বড় অংশের শুটিং হবে উত্তরবঙ্গে। আউটডোর দিয়েই শুরু হবে দৃশ্যধারণের কাজ।এর আগে, রয়েল বেঙ্গল রহস্য দিয়ে সিনেমা বানিয়েছেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়।

    ২০১১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। আর উপন্যাসটি প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালে।

    Your ad here

    আরো খবর