Monday, March 27, 2023
আন্তর্জাতিক সংবাদজাপানে মূল্যস্ফীতি চরমে, সর্বোচ্চ বেতন বৃদ্ধি

জাপানে মূল্যস্ফীতি চরমে, সর্বোচ্চ বেতন বৃদ্ধি

করোনাভাইরাস মহামারীর পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল অবস্থায় ফেলে দিয়েছে। এতে বিশ্বের প্রায় সব দেশেই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।

এশিয়ার দেশ জাপানেও দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি। তবে জাপানে এবার মূল্যস্ফীতি মোকাবিলায় নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। কয়েক দশকের সর্বোচ্চ বেতন বৃদ্ধির জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো।জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বেশ কিছুদিন ধরেই বেতন বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছিলেন। এ আহ্বানে সাড়া দিয়ে জাপানের বার্ষিক শ্রম আলোচনায় নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।প্রতি বছরের মার্চে জাপানের শীর্ষ কোম্পানি ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। নির্ধারণ করেন নতুন অর্থবছরে কর্মীদের বেতনকাঠামো। এ আলোচনা,শুন্তো স্প্রিং ওয়েজ টক নামে পরিচিত। এবারের বার্ষিক মজুরি আলোচনার পর ধারণা করা হচ্ছে করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রায় ২ দশমিক ৮৫ শতাংশ বেতন বাড়াতে পারে। বেতন বৃদ্ধির আলোচনায় মূল বেতন ও বোনাস প্রদানের বিষয়গুলো উল্লেখ করা হয়।অন্যদিকে,বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হলেও ১৯৯০-এর দশক থেকে জাপানে বেতন বৃদ্ধির গতি ছিল ধীর। ৩৮ সদস্যের দেশ নিয়ে গঠিত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা,ওইসিডি-র অন্যান্য দেশের তুলনায় জাপানিদের গড় বেতন এখনও অনেক কম। দীর্ঘদিন ধরেই জাপানের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির হার ২ শতাংশের মধ্যে বজায় রাখার কথা বলে আসছে। যদিও চার দশকের মধ্যে বর্তমানে জাপানে মূল্যস্ফীতি সর্বোচ্চ।

More News

কোভিড সেরে গেলেও ‘লং কোভিড’ 

0
কোভিড সেরে গেলেও কারও কারও ক্ষেত্রে এমন অদ্ভুত সব স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে। চিকিৎসা...

 ঊর্ধ্বমুখী কোভিড, হাসপাতালে প্রস্তুতির মহড়া

0
দেশ জুড়ে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। নতুন করে প্রায় প্রতিদিনই কয়েকশো মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।...

দেশে করোনায় রেকর্ড আক্রান্ত-মৃত্যু 

0
দেশে ফের কোভিড আক্রান্ত ও মৃত্যু হার রেকর্ড ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, একদিনে দেশে...