নাওমি জুডের মৃত্যুর তদন্ত রিপোর্ট প্রকাশ্যে প্রকাশ করার রায়কে আপাতত স্থগিত করে পুলিশকে নতুন নির্দেশ দিয়েছে টেনেসি রাজ্যের সুপ্রিম কোর্ট। রেকর্ডগুলো এই মুহুর্তে প্রকাশ করা যেতে পারে কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়নি,তবে মামলাটি অন্য শুনানির জন্য নিম্ন আদালতে ফেরত পাঠিয়েছে।
এর আগে জুডের পরিবার পিটিশন করেছিল যে,জুডের মৃত্যুর পরপরই আত্মীয়দের সঙ্গে পুলিশের করা ভিডিও এবং অডিও সাক্ষাৎকারগুলো প্রকাশ্যে প্রকাশ না করতে। পিটিশনে বলা হয়েছে, এই ধরনের বিশদ প্রকাশ করা পরিবারের উপর উল্লেখযোগ্য ট্রমা এবং অপূরণীয় ক্ষতি’র কারণ হতে পারে।এর আগে উইলিয়ামসন কাউন্টির চ্যান্সেলর জোসেফ এ. উডরাফ ৩১ আগস্ট জুড পরিবারের বিরুদ্ধে রায় দিয়েছিলেন।তাদের আইনি মামলা চলাকালীন রেকর্ডগুলো গোপন রাখার জন্য তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি। উডরাফ বলেছিলেন যে রেকর্ডগুলো পাবলিক রেকর্ডস অ্যাক্ট-এর কোনো নিয়মের বাইরে পড়ে বলে মনে হয় না। তিনি আরো বলেছেন যে, পাবলিক রেকর্ডগুলোতে জুডের বাড়ির ভেতরে নেওয়া বডি ক্যামেরার ফুটেজও অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট জোসেফ এ. উডরাফের এই রায়কে আপাতত স্থগিত করেছে।সুপ্রিম কোর্ট বলছে,কোন রেকর্ডগুলো সার্বজনীন এবং কোনগুলো ব্যক্তিগত, এই বিষয়ে পূর্ণ শুনানি ছাড়াই রায় দেওয়া উচিত হয়নি তাঁর।আদালত উডরাফের আগের রায় বাতিল করে এবং মামলাটি নতুন শুনানির জন্য চ্যান্সারি কোর্টে ফেরত পাঠায়।