বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক ইরানীয় মহিলা। ইতিমধ্যে রাখি সাওয়ান্তের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন রাখির স্বামী আদিল খান দুরানি।
এরমধ্যেই ওই ইরানীয় মহিলা অভিযোগ করেছেন, তিনি ও আদিল সম্পর্কে ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘ সময় সহবাসও করেছেন আদিল। কিন্তু বিয়ের কথা উঠতেই বেঁকে বসেন রাখির স্বামী। আদিল জানিয়েছিলেন, এই রকম সহবাসের সম্পর্ক তাঁর একাধিক নারীর সঙ্গে রয়েছে। শুধু তাই নয়, তাঁর ব্যক্তিগত ছবি ফাঁস করে দেবেন, এই মর্মে ভয় দেখাতে শুরু করেন আদিল।মাইসোরের ভিভি পুরম থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪১৭, ৪২০, ৫০৪ ও ৫০৬ ধারায় এফআইআর দায়ের করা করা হয় আদিলের বিরুদ্ধে।