বিশ্বজুড়েই চলছে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি।সবমিলিয়ে বাজার ব্যবস্থায় সামঞ্জস্য রাখতে ও মুদ্রাস্ফীতির হার কমাতে আমেরিকার মতো অনেক দেশই সুদের হার বাড়ানোর পথে হেঁটেছে।
তবে সুদের হার বাড়ানোর পরিণতি খুব একটা ভালো হবে না বলেই মনে করছে বিশ্বব্যাংক।সংস্থাটি বলছে, সুদের হার এভাবে বাড়ানোর ফলে ২০২৩ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে।বিশ্বব্যাংক বলেছে ক্রমবর্ধমান বাজার দরের সাথে পাল্লা দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো যে হারে সুদের হার বাড়িয়েছে, গত পাঁচ দশকেও তেমনটা দেখা যায়নি।বিশ্বব্যাংকের দাবি,দামের নাগাল টানতে সুদের হার বাড়ানোর ফলে ঋণ আরও ব্যয়বহুল হয়ে উঠছে।ঋণের খরচ আরও বেড়ে যাওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ধীর গতির হতে পারে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডের সাথে মুদ্রানীতি নিয়ে আলোচনার আগে এমন সতর্কতা দিয়েছে বিশ্বব্যাংক।১৯৭০ সালের পর এবারই প্রথম সবচেয়ে ধীরগতিতে আগাচ্ছে বিশ্ব অর্থনীতি এমনটা উল্লেখ করে বিশ্বব্যাংক জানিয়েছে, গবেষণায় দেখা গেছে বিশ্বের তিন বড় অর্থনীতি চীন, আমেরিকা ও ইউরোপ ধীরগতিতে এগোচ্ছে।