কারা বিভাগের ডিজিপি হেমন্ত কুমার লোহিয়ার খুনের পর জম্মু এবং লাগোয়া রজৌরী জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের সময় নিরাপত্তাজনিত সতর্কতার কারণেই এই পদক্ষেপ।
উল্লেখ্য,সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের কারারক্ষী বাহিনীর ডিজি হেমন্তকুমার লোহিয়ার গলাকাটা দেহ উদ্ধার করা হয় জম্মুতে।খুনের দায় স্বীকার করে লস্কর-ই-তইবার ভারতীয় শাখা পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স, বা,পিএএফএফ। ওই ঘটনার কয়েক ঘণ্টা আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জম্মুতে পৌঁছন।মঙ্গলবার তিনি গিয়েছিলেন বৈষ্ণাদেবী মন্দির দর্শনে। বুধবার বারামুলাতে জনসভার করবেন শাহ।এই পরিস্থিতিতে জঙ্গি হামলার আশঙ্কার এড়াতেই জম্মু ও রজৌরী, বারামুলাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই জম্মু ও কাশ্মীরে দফায় দফায় নিরাপত্তার অজুহাতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট । বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগও প্রকাশ করেছেন।কিন্তু তা সত্ত্বেও অপব্যবহার আটকানোর জন্যে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করা হয়েছে বলে অভিযোগ।