বড় বাজেটের ছবি দিয়ে বলিউডে অভিষেক।মাইক টাইসনের মতো জনপ্রিয় হলিউড তারকা ছিলেন ছবিতে।লাইগার নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডার।
কিন্তু বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।উল্টো অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।সেই অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে বিজয়কে। বিজয়কে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট,ইডি-এর জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয় জানিয়েছেন,জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে।পার্শ্বপ্রতিক্রিয়ার মতো।এটাও অভিজ্ঞতা। বিজয়কে যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলেন। উত্তর দিয়েছেন, যা জিজ্ঞাসা করা হয়েছে।উল্লেখ্য,চলতি বছর আগস্ট মাসে পুরী জগন্নাথের পরিচালনায় মুক্তি পেয়েছিল,লাইগার। অর্থের উৎস জানতে ছবির প্রযোজক চার্মি কউরকেও তলব করা হয়েছিল ১৭ নভেম্বর।বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন বা,ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ভঙ্গ করার অভিযোগ উঠেছে। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তকারীদের।