বাইরের রাজ্যে কিছু হলে প্রতিনিধি পাঠান, অথচ মুর্শিদাবাদে নয় কেন, প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরি। অশান্তিতে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অধীর চৌধুরি।
তাঁর অভিযোগ প্রশাসন তথ্য লুকচ্ছে। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন হাথরস, মণিপুরে ঝামেলা হলে খোঁজ খবর নেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুরতে ভালবাসেন। তাহলে জঙ্গিপুর, সামশেরগঞ্জ অচ্ছুৎ কেন। কংগ্রেস নেতার প্রশ্ন এখানকার মানুষ কি ভোট দেয়নি। মুর্শিদাবাদের সাংসদরা কি তৃণমূলের কেউ নন।তাহলে কেন তাঁদের মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে না। রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করা হয়েছে মুর্শিদাবাদে। এরজন্য তৃণমূল, বিজেপি উভয়েই দায়ি। ওখানে যেটা হয়েছে সেটা ইন্টালিজেন্স ফেলিয়র। মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী ব্যর্থ।
বিভিন্ন জায়গায় দুই সম্প্রদায়ের মানুষ দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নববর্ষে এই শপথ নিতে হবে।