Wednesday, February 21, 2024
বিনোদনইশাই ব্রহ্মাস্ত্র-র আসল ভিলেন

ইশাই ব্রহ্মাস্ত্র-র আসল ভিলেন

ব্রহ্মাস্ত্র ছবিতে আলিয়া ভাটই আসল ভিলেন, ইশাই জুনুনকে গুরুজির আশ্রমের ঠিকানা দিয়েছিল। অয়ন মুখার্জি পরিচালিত ছবির বিভিন্ন সিকুয়েন্স দেখে সমালোচকদের সন্দেহের তালিকায় প্রথমেই আসে দেবের রিংয়ের মত হুবহু দেখতে ইশার হাতের রিংটি।

যেখান থেকে মনে করা হচ্ছে ভিলেন দেবের সঙ্গে সম্পর্ক থাকতে পারে ইশার। এরপর শিবার মায়ের দেওয়া শঙ্খ নিতে গিয়ে জুনুনের অসুরদের সঙ্গে যে ফাইটিং সিকুয়েন্সটা দেখানো হয়েছে সেটা শুধুই অস্ত্র ব্যবহারকারী বা শিবাকে দেখানোর জন্য ছিল। কারণ উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়ে আলিয়া সেভাবে চোট পায়নি, পেলেও কিছুসময়ের মধ্যে সেরেও গিয়েছিল। তাই ক্রিটিকদের মতে ইশাও একজন অস্ত্র ব্যবহারকারী। আর হাতে থাকা ওই রিংটাই সেই অস্ত্ৰ। এছাড়া ছবিজুড়ে শিবার প্রতি ইশার আগ্রহ থেকে শুরু করে গুরুজীর আশ্রমে যাওয়া, বিভিন্ন অস্ত্রের খোঁজ করার ক্ষেত্রে নিজের জীবনের তোয়াক্কা না করে শিবার সঙ্গ দেওয়ার বিষয়টিও বেশ সন্দেহজনক।এছাড়াও শিবা যেখানেই যাচ্ছিল, সেখানে আগে থেকেই ইশা পৌঁছে যাচ্ছিল। যদিও এটা কোইন্সিডেন্স হিসেবে দেখানো হয়েছে ছবিতে। তবে, সমালোকদের মতে, কোনো সিনেমাটিক ইউনিভার্সে এমন ঘটনা শুধু শুধু হয় না। শুধু তাই নয়, শেষের ফাইটিং সিনে জুনুন ইশার হাতের শঙ্খটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা সেভাবে করেনি। কারণ ইশা যদি আসল ভিলেন হয়, তাহলে এটা জানাই ছিল শিবার রক্ত ছাড়া ওই শঙ্খ খুলবেনা। পবনাস্ত্র ইউজার ট্যাঞ্জকে বাঁচানোর নাটক করেই ইশা পবনাস্ত্র সহ ব্রহ্মাস্ত্র-র দুটো অংশকে নিজের কাছে রেখে দিয়েছিল। এরপর ট্যাঞ্জকে ইশাই মেরেছে। ট্যাঞ্জর রিক্যাকশন দেখে এমনটাই দাবি দর্শকের। তাই মনে করা হচ্ছে, ইশাই ব্রহ্মাস্ত্রের পিছনে ছিল, জুনুন তো মহড়া মাত্র।

More News

নবমীর সন্ধ্যা-রাত পেরিয়ে বৃষ্টি চলবে দশমীতেও   

0
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে কলকাতা-সহ রাজ্যজুড়ে নবমীতে শুরু হওয়া বৃষ্টি চলবে দশমীতেও।এমনটাই পূর্বাভাস দিয়েছে...

অসুর-এর দ্বিতীয় সিজন আসছে 

0
জনপ্রিয় ওয়েব সিরিজ অসুর-এর দ্বিতীয় সিজন আসছে। দীর্ঘদিন ধরেই সিরিজটির দ্বিতীয় সিজনের অপেক্ষায় ছিল ফ্যান ফলোয়াররা। প্রযোজকরা...

রণবীর সিংয়ের সঙ্গে আলিয়ার প্রেমের গল্প

0
মেয়ের জন্মের পর রণবীর সিংয়ের সঙ্গে নিজের নতুন ভালোবাসার গল্পের ঘোষণা করলেন আলিয়া ভাট। গল্পের নাম...