গাজায় ইজরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে পাঁচ বছরের শিশুও। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন।
এমনটাই জানিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক।হামলার কথা টুইটারে স্বীকার করেছে ইজরায়েলের সেনা। জানিয়েছে, প্যালিস্তিনীয় ইসলামিক জিহাদ গোষ্ঠী হামাসের মোকাবিলায় এই পদক্ষেপ। চলতি সপ্তাহেই গাজায় গ্রেফতার হয়েছে এক জঙ্গি নেতা। তারপর থেকেই প্রস্তুতি নিচ্ছিল ইজরায়েল। চারদিন আগেই গাজার যাওয়ার দু’টি ক্রসিং বন্ধ করে দিয়েছে তারা। গাজা সীমান্ত লাগোয়া নাগরিকদের যাতায়াত করা নিয়ে হুঁশিারিও দিয়েছে ইজরায়েলি সরকার।হামাস অধিকৃত গাজায় বসবাস করেন প্রায় ২০ লক্ষ প্যালেস্তিনীয়। স্থানীয়রা জানিয়েছেন, সেন্ট্রাল রিমালের একটি আবাসনে বিমান থেকে বোমা ফেলতে দেখেছেন তাঁরা। শহরের আরও অনেক জায়গাতেই হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা।প্রায় ১৫ বছর আগে প্রতিদ্বন্দ্বী প্যালেস্তিনীয় গোষ্ঠীর থেকে গাজার দখল ছিনিয়ে নিয়েছে হামাস। সেই থেকে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চারবার যুদ্ধ হয়েছে ইজরায়েলের। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের।